ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ০৪:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৩০ Time View

বগুড়া জেলা ও দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর গণধর্ষণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সরদার। অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আসামি দ্বয়ের প্রত্যেককে যাবজ্জীবন সশম্র কারাদণ্ড ও এক লাখ টাকা অথদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। এবং জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

এ দিন বিকেলে জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় ঘোষণার সময় আসামিদ্বয় উপস্থিত থাকায় তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন।

আর আসামি পক্ষের বিজ্ঞ কৌঁশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
Update Time : ০৪:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর গণধর্ষণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সরদার। অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আসামি দ্বয়ের প্রত্যেককে যাবজ্জীবন সশম্র কারাদণ্ড ও এক লাখ টাকা অথদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। এবং জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

এ দিন বিকেলে জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় ঘোষণার সময় আসামিদ্বয় উপস্থিত থাকায় তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন।

আর আসামি পক্ষের বিজ্ঞ কৌঁশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।