বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়ীতে কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান

- Update Time : ০৯:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে পুলিশ সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে এক কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের রাজীব বাংলাবাজার গ্রামের তমিজ উদ্দিনের ছেলে পুলিশ সদস্য রিপন মিয়া একই গ্রামের জিয়ারুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ের সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে প্রতারক প্রেমিক প্রেমিকাকে নিয়ে ভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যায়।এ সময় প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু ওই প্রতারক প্রেমিক গোপনে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে থাকে । প্রেমিকের বিয়ের জন্য মেয়ে খোঁজা কথা জানতে পেরে রবিবার সকালে বিয়ের দাবী নিয়ে প্রেমিকে বাড়ীতে গিয়ে উঠে। বাড়ীতে উঠলে ছেলে বাবা তমিজ উদ্দিন ও তার বড় ভাই, দুলাভাই জামিয়ার রহমান মেয়েটিকে বেধড়ক মারপিট করে বাড়ী থেকে বেড় করে দেয়। কিছুক্ষণ পর ওই মেয়েটি আবার বাড়ীতে প্রবেশ করলে তাকে ঘরে বন্দি করে রাখে।ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে মানুষের চাপ সামলাতে ভগ্নিপতির বাড়ীতে নিয়ে গিয়ে রাখে। মেয়ে খোঁজ না পেয়ে তার বাবা জিয়ারুল ইসলাম পুলিশের সরনাপন্ন হলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে রিপনের বাড়ীতে তার বড়ভাইয়ের জিম্মায় রেখে আসে।
মেয়েটি সাংবাদিকদের বলেন – আমার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সবকিছু লুঠে নিয়েছে। তাকে বিয়ে না করে এখান থেকে কোথাও যাবো না আমি।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনাস্থানে পুলিশ পাঠিয়ে ছিলাম,আমার অফিসারের বিস্তারিত শুনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়