বিয়ের আসরেও নবদম্পতির হাতে ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড
- Update Time : ০৪:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৩৮ Time View
বিয়ের আসরে দাঁড়িয়ে ‘জাস্টিস ফর হাদি প্ল্যাকার্ড’ হাতে বিচারের দাবি জানিয়েছেন সুজন বিশ্বাস ও কুররাতুল আইন কানিজ নবদম্পতি। অভিনব এই প্রতিবাদ এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে বিয়ের আসরে প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারে দাবি জানান নবদম্পতি।
বর্ণাঢ্য উৎসব আয়োজনে ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে এক পর্যায়ে বর-কনে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রদর্শন করেন।
জানা গেছে, কনে কবিরাতুল আইন কানিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসুর শামসুন নাহার হলের ভিপি (সহসভাপতি) নির্বাচিত হন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত আছেন।
বিয়েতে আগত অতিথিরা জানান, নবদম্পতির এ অভিনব উদ্যোগের মাধ্যমে ওসমান বিন হাদির ন্যায়বিচারের দাবিতে তাদের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। বিয়ের আনন্দ অনুষ্ঠানের মধ্যেও তারা মানবিক প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নবদম্পতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভিপি কুররাতুল আইন কানিজ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।’
বর মো. সুজন বিশ্বাস বলেন, ‘বিয়ে আনন্দ উৎসবের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়
















































































































































































