ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় হতাহতদের সিরিজ জয় উৎসর্গ করল টাইগাররা

ক্রিকেট
  • Update Time : ১১:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৪৮ Time View

পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ জয় গতকাল রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য উৎসর্গ করেন টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারানোর মধ্য দিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এদিন সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলেন, আমরা জানি গতকালের ঘটনাটি সকল বাংলাদেশিদের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত ছিল। এই সিরিজ জয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি উৎসর্গ করা হলো।

বিমান দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬১ জন আহত হন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ প্রসঙ্গে লিটন দাস বলেন, আমরা জানি যে আমরা তাদের শূন্যস্থান পূরণ করতে পারব না। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে এই সিরিজটি উৎসর্গ করা হলো।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে জাকের আলি অনিকের ৫৬ রানের ইনিংসের সুবাদে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

টার্গেট তাড়ায় ১৫ রানে ৫ উইকেটে হারানো পাকিস্তান; ফাহিম আশরাফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের দুয়ারে গিয়ে হোঁচট খায়। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৮ রানে।

২-০ ব্যবধানে জিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

বিমান দুর্ঘটনায় হতাহতদের সিরিজ জয় উৎসর্গ করল টাইগাররা

ক্রিকেট
Update Time : ১১:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ জয় গতকাল রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য উৎসর্গ করেন টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারানোর মধ্য দিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এদিন সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলেন, আমরা জানি গতকালের ঘটনাটি সকল বাংলাদেশিদের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত ছিল। এই সিরিজ জয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি উৎসর্গ করা হলো।

বিমান দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬১ জন আহত হন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ প্রসঙ্গে লিটন দাস বলেন, আমরা জানি যে আমরা তাদের শূন্যস্থান পূরণ করতে পারব না। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে এই সিরিজটি উৎসর্গ করা হলো।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে জাকের আলি অনিকের ৫৬ রানের ইনিংসের সুবাদে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

টার্গেট তাড়ায় ১৫ রানে ৫ উইকেটে হারানো পাকিস্তান; ফাহিম আশরাফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের দুয়ারে গিয়ে হোঁচট খায়। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৮ রানে।

২-০ ব্যবধানে জিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।