ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের সিঁড়ি না পেয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২২ Time View

বিমান থেকে লাফিয়ে নামলেন যাত্রীরা।

অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি (মোবাইল স্টেয়ার) পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে।

বহু ক্ষণ বিমানে বসে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিলেন যাত্রীরা। এক পর্যায়ে আর তর সইল না তাদের। বিমানের দরজা খুলে তাদের লাফ দিয়ে নামা শুরু করলেন তারা এবং এক্ষেত্রে তাদের সাহায্য করলেন বিমানকর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি এই ঘটনাটি কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা বিমানের ভিতর অপেক্ষা করার পর বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দিলেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নীচে নামতে শুরু করলেন যাত্রীরা। ভিডিওটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক জন নেটিজেন লিখেছেন, “কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নীচে নামার সময় যে কোনও ধরনের বিপদ হতে পারে। যাত্রীদের কোনও ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবেন?”

Please Share This Post in Your Social Media

বিমানের সিঁড়ি না পেয়ে লাফিয়ে নামলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি (মোবাইল স্টেয়ার) পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে।

বহু ক্ষণ বিমানে বসে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিলেন যাত্রীরা। এক পর্যায়ে আর তর সইল না তাদের। বিমানের দরজা খুলে তাদের লাফ দিয়ে নামা শুরু করলেন তারা এবং এক্ষেত্রে তাদের সাহায্য করলেন বিমানকর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি এই ঘটনাটি কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা বিমানের ভিতর অপেক্ষা করার পর বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দিলেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নীচে নামতে শুরু করলেন যাত্রীরা। ভিডিওটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক জন নেটিজেন লিখেছেন, “কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নীচে নামার সময় যে কোনও ধরনের বিপদ হতে পারে। যাত্রীদের কোনও ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবেন?”