বিমানবাহিনীর পেনশনারদের জন্য ওয়েবপোর্টাল উদ্বোধন

- Update Time : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৬ Time View
অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য ওয়েবপোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে এটি উদ্বোধন করা হয়।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবপোর্টাল উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বিমানবাহিনীর অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বিমান বাহিনী রেকর্ড অফিস বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন পরবর্তী সেবা তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব জনবল দিয়ে ‘পেনশনার সল্যুশন’ নামে একটি ওয়েবপোর্টাল প্রবর্তন করেছে।
অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের প্রদত্ত সেবা আরও সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েবপোর্টালের উদ্দেশ্য।
ওয়েবপোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা দেশে অথবা বিদেশে যে কোনো স্থান থেকে পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং সেবা পাবেন। পাশাপাশি এই ওয়েবপোর্টাল লিখিত এবং ভয়েস মেসেজ গ্রহণ ও প্রদানের মাধ্যমে লাইভ সেবা প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে।
এছাড়া ওয়েবপোর্টালটির যথাযথ ব্যবহার সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিমান বাহিনীর সদস্যদের পেনশনসহ অন্যান্য কার্যসম্পাদানে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চাকরিরত, অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা উপস্থিত ছিলেন।