ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন পণ্যে কর ছাড়ের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০ Time View

ছবি : সংগৃহীত

মার্কিনিদের জন্য বড় সুখবর দিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দেশটিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি স্থানীয় নির্বাচনে খারাপ ফলাফল করে। এর পেছনে কারণ হিসেবে সবাই ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতিকে দায়ী করে আসছিল। তাই এবার ট্রাম্প উদ্যোগী হয়ে দেশের ভোক্তাদের খরচা কমাতে অগ্রাধিকার ভিত্তিতে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।

জানা যায়, ১৩ নভেম্বর রাত থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এবার ট্রাম্প প্রশাসন অন্তত কয়েক ডজন খাদ্যপণ্যের ওপর থেকে আরাপিত শুল্ক তুলে নেয় হয়েছে।

এই পণ্যগুলোর মধ্যে রয়েছে কফি, কলা, অ্যাভাকাডো, টমেটো ও গরুর মাংসের মতো খাদ্যপণ্য, কারণ এগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর একাধিক অভিযোগ জানানো হলেও তিনি এটিকে বারবার কন জব বলে উড়িয়ে দিয়ে আসছিলেন।

মার্কিন শ্রম দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, দেশে খাদ্যপণ্যের দাম গত ১ বছরে প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি শুল্ক ব্যবসায়ীরা প্রায়ই ভোক্তার ওপর চাপায়, আর সেই চাপ থেকেই বাজারে পণ্যের দাম বাড়ে। এ ছাড়া ৪ লাতিন আমেরিকান দেশের সঙ্গে নতুন বাণিজ্য ব্যবস্থার অংশ হিসেবে কফি ও কলা আমদানির কর কমানো হচ্ছে।

কফির দাম এই বছরে প্রায় ২০ শতাংশ বাড়ায় ভোক্তাদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, নতুন সিদ্ধান্তে সেটা কিছুটা কমবে বলে বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিভিন্ন পণ্যে কর ছাড়ের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

মার্কিনিদের জন্য বড় সুখবর দিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দেশটিতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি স্থানীয় নির্বাচনে খারাপ ফলাফল করে। এর পেছনে কারণ হিসেবে সবাই ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতিকে দায়ী করে আসছিল। তাই এবার ট্রাম্প উদ্যোগী হয়ে দেশের ভোক্তাদের খরচা কমাতে অগ্রাধিকার ভিত্তিতে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে।

জানা যায়, ১৩ নভেম্বর রাত থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এবার ট্রাম্প প্রশাসন অন্তত কয়েক ডজন খাদ্যপণ্যের ওপর থেকে আরাপিত শুল্ক তুলে নেয় হয়েছে।

এই পণ্যগুলোর মধ্যে রয়েছে কফি, কলা, অ্যাভাকাডো, টমেটো ও গরুর মাংসের মতো খাদ্যপণ্য, কারণ এগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর একাধিক অভিযোগ জানানো হলেও তিনি এটিকে বারবার কন জব বলে উড়িয়ে দিয়ে আসছিলেন।

মার্কিন শ্রম দপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, দেশে খাদ্যপণ্যের দাম গত ১ বছরে প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি শুল্ক ব্যবসায়ীরা প্রায়ই ভোক্তার ওপর চাপায়, আর সেই চাপ থেকেই বাজারে পণ্যের দাম বাড়ে। এ ছাড়া ৪ লাতিন আমেরিকান দেশের সঙ্গে নতুন বাণিজ্য ব্যবস্থার অংশ হিসেবে কফি ও কলা আমদানির কর কমানো হচ্ছে।

কফির দাম এই বছরে প্রায় ২০ শতাংশ বাড়ায় ভোক্তাদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, নতুন সিদ্ধান্তে সেটা কিছুটা কমবে বলে বলা হচ্ছে।