ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিবেকের আর্তনাদে ক্ষতবিক্ষত স্বদেশ

অলিদুর রহমান অলি
  • Update Time : ০৫:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ Time View

আমি কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে আসিনি কারণ অভিযোগের চেয়েও বড় সত্য হলো, আমার দেশ বাংলাদেশ আজ ভালো নেই। একের পর এক মর্মান্তিক ঘটনায় জাতীয় চেতনাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।হাদি থেকে শুরু করে অসংখ্য নিরীহ মানুষের রক্তে ভিজে উঠেছে আমাদের সময় যেখানে জীবনের নিরাপত্তা হয়ে উঠেছে সবচেয়ে ভঙ্গুর প্রতিশ্রুতি।

এই দেশ আজ ব্যথিত, উদ্বিগ্ন, অস্থির। মানুষের প্রাণ যেভাবে প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে, তা শুধু সংখ্যায় নয় নৈতিকতায়, মানবিকতায়, রাষ্ট্রীয় দায়বদ্ধতায়ও এক গভীর ক্ষয়ের ইঙ্গিত বহন করে। যখন শোক নীরবে ঘিরে ধরে গোটা জাতিকে, তখনই কিছু শক্তি সেই অন্ধকারকে পুঁজি করে নিজেদের স্বার্থসিদ্ধির খেলায় নামে এ প্রশ্ন আমাদের বিবেককে অবিরাম নাড়া দেয়।

উস্কানি ও বিভ্রান্তিকর বক্তব্য—এই দুই ধারালো অস্ত্রেই সমাজে ছড়ানো হয় সন্দেহ, বিভাজন ও অস্থিরতা। যারা কথা দিয়ে আগুন জ্বালায়, যারা অর্ধসত্যে মানুষকে পথভ্রষ্ট করে তারাই শেষ পর্যন্ত সামাজিক স্থিতির শেকড়ে কুঠারাঘাত করে। তাদের উপস্থিতি শব্দে নয়, ফলাফলে চেনা যায় বিশ্বাস ভাঙে, শান্তি ক্ষয়ে যায়, মানবিকতা হারিয়ে যায়।

আজ প্রয়োজন অভিযোগের নয়, আত্মসমালোচনার; প্রতিহিংসার নয়, দায়িত্বের। প্রয়োজন বিবেকের জাগরণ যাতে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারি, বিভ্রান্তিকে পরাস্ত করে সত্যের পাশে দাঁড়াতে পারি।কারণ একটি দেশের সুস্থতা কেবল আইন দিয়ে নয়—মানুষের মন, মনন ও নৈতিকতার ঐক্য দিয়েই রক্ষা পায়।

বাংলাদেশ ভালো থাকুক এই প্রার্থনা যেন কেবল বাক্যে নয়, কাজে, আচরণে ও সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তখনই হয়তো এই অস্থির সময়ের অন্ধকার ভেদ করে আলো ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

বিবেকের আর্তনাদে ক্ষতবিক্ষত স্বদেশ

অলিদুর রহমান অলি
Update Time : ০৫:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আমি কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে আসিনি কারণ অভিযোগের চেয়েও বড় সত্য হলো, আমার দেশ বাংলাদেশ আজ ভালো নেই। একের পর এক মর্মান্তিক ঘটনায় জাতীয় চেতনাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।হাদি থেকে শুরু করে অসংখ্য নিরীহ মানুষের রক্তে ভিজে উঠেছে আমাদের সময় যেখানে জীবনের নিরাপত্তা হয়ে উঠেছে সবচেয়ে ভঙ্গুর প্রতিশ্রুতি।

এই দেশ আজ ব্যথিত, উদ্বিগ্ন, অস্থির। মানুষের প্রাণ যেভাবে প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে, তা শুধু সংখ্যায় নয় নৈতিকতায়, মানবিকতায়, রাষ্ট্রীয় দায়বদ্ধতায়ও এক গভীর ক্ষয়ের ইঙ্গিত বহন করে। যখন শোক নীরবে ঘিরে ধরে গোটা জাতিকে, তখনই কিছু শক্তি সেই অন্ধকারকে পুঁজি করে নিজেদের স্বার্থসিদ্ধির খেলায় নামে এ প্রশ্ন আমাদের বিবেককে অবিরাম নাড়া দেয়।

উস্কানি ও বিভ্রান্তিকর বক্তব্য—এই দুই ধারালো অস্ত্রেই সমাজে ছড়ানো হয় সন্দেহ, বিভাজন ও অস্থিরতা। যারা কথা দিয়ে আগুন জ্বালায়, যারা অর্ধসত্যে মানুষকে পথভ্রষ্ট করে তারাই শেষ পর্যন্ত সামাজিক স্থিতির শেকড়ে কুঠারাঘাত করে। তাদের উপস্থিতি শব্দে নয়, ফলাফলে চেনা যায় বিশ্বাস ভাঙে, শান্তি ক্ষয়ে যায়, মানবিকতা হারিয়ে যায়।

আজ প্রয়োজন অভিযোগের নয়, আত্মসমালোচনার; প্রতিহিংসার নয়, দায়িত্বের। প্রয়োজন বিবেকের জাগরণ যাতে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারি, বিভ্রান্তিকে পরাস্ত করে সত্যের পাশে দাঁড়াতে পারি।কারণ একটি দেশের সুস্থতা কেবল আইন দিয়ে নয়—মানুষের মন, মনন ও নৈতিকতার ঐক্য দিয়েই রক্ষা পায়।

বাংলাদেশ ভালো থাকুক এই প্রার্থনা যেন কেবল বাক্যে নয়, কাজে, আচরণে ও সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তখনই হয়তো এই অস্থির সময়ের অন্ধকার ভেদ করে আলো ফিরে আসবে।