ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৬৪ Time View

ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনার কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

পাঁচ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয় গত ৪ নভেম্বর। কর্মশালায় বিনার ১১টি বিভাগের বিগত এক বছরের গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করা হয়। পাশাপাশি বিনার ১৩টি উপকেন্দ্র এবং ১টি আঞ্চলিক কেন্দ্রের গবেষণা ফলাফল ও সম্প্রসারণ কার্যক্রমও তুলে ধরা হয়।

পাঁচ দিনব্যাপী আয়োজিত কর্মশালায় মোট ১৩টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষক, দেশের অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সেশন পরিচালনা করেন। বিজ্ঞানীরা তাদের গত এক বছরের গবেষণার ফলাফল, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় বিশেষভাবে জলবায়ু পরিবর্তন সহনশীল, উচ্চ ফলনশীল, পোকা-রোগ প্রতিরোধী এবং পুষ্টিসমৃদ্ধ ফসলের নতুন জাত উদ্ভাবন ও উন্নত কৃষি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ.এস.এম. গোলাম হাফিজ কেনেডি।

Please Share This Post in Your Social Media

বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৫:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনার কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

পাঁচ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয় গত ৪ নভেম্বর। কর্মশালায় বিনার ১১টি বিভাগের বিগত এক বছরের গবেষণা কার্যক্রম ও সাফল্য উপস্থাপন করা হয়। পাশাপাশি বিনার ১৩টি উপকেন্দ্র এবং ১টি আঞ্চলিক কেন্দ্রের গবেষণা ফলাফল ও সম্প্রসারণ কার্যক্রমও তুলে ধরা হয়।

পাঁচ দিনব্যাপী আয়োজিত কর্মশালায় মোট ১৩টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষক, দেশের অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সেশন পরিচালনা করেন। বিজ্ঞানীরা তাদের গত এক বছরের গবেষণার ফলাফল, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় বিশেষভাবে জলবায়ু পরিবর্তন সহনশীল, উচ্চ ফলনশীল, পোকা-রোগ প্রতিরোধী এবং পুষ্টিসমৃদ্ধ ফসলের নতুন জাত উদ্ভাবন ও উন্নত কৃষি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ.এস.এম. গোলাম হাফিজ কেনেডি।