বিদেশিদের কাছে ধরনা দিয়ে বিএনপির লাভ হয়নি : খাদ্যমন্ত্রী

- Update Time : ০৮:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ২৩২ Time View
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি নেতারা সব সময় মিথ্যা কথা বলেন। তাদের কোনো কথাই বিশ্বাস করা যায় না। বিদেশিদের কাছে ধরনা দিয়ে তাদের লাভ হয়নি। ভিসানীতি নিয়ে কথা বলে বিএনপি নেতারা নিজেরাই ভিসানীতিতে ফেঁসে গেছেন।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিরন্টী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, হত্যা-সন্ত্রাসের মধ্য দিয়ে হ্যাঁ-না ভোট করে ক্ষমতায় এসেছিলো বিএনপি। এখন তারাই তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার অনেক আগেই আইনের মাধ্যমে বাতিল হয়ে গেছে। তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। জণগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবে না।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে বর্তমানে দেশের সকল মানুষই শেখ হাসিনা সরকারের উপকারভোগী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। বিএনপি ক্ষমতায় থেকে লুটপাট করে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামশুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।