ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত

মো. মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৯৪ Time View

৩০ লক্ষ বীরের তাজা প্রাণ ও ২ লাখ মা-বোনের অমূল্য সম্ভ্রমের ত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করেছি আমরা। মুক্ত হয়েছি পরাধিনতার শৃঙ্খল থেকে। রোববার দিবাগত মধ্যরাতে ঘণ্টা বাজবে সেই বিজয়ক্ষণের।

রোববার (১৬ ডিসেম্বর) দিনভর আবাল-বৃদ্ধ-বনিতা প্রথম প্রহর থেকে দিনভর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জানাবে পুষ্পশ্রদ্ধা। এ লক্ষ্যে শনিবার বিকালের মধ্যেই পুরোপুরি প্রস্তুত করা হয়েছে মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারটি। সিলেটে যথাযোগ্য মর্যাদায় সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, শহিদ মিনার বেদিসহ আশপাশ জায়গা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করছেন সিলেট সিটি করপোরেশনের নিযুক্ত কর্মীরা। বাইরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসহ চৌহদ্দিতে রঙ করা, পরিস্কার পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও শহীদ মিনারের সামনে করা হয়েছে নানা বিজয়-অঙ্কান। যা শহীদ মিনার ঘিরে এনে দিয়েছে আলাদা এক ভাব-গাম্ভীর্যের পরিবেশ। নির্দিষ্ট সময় থেকে সিলেটের বিভিন্ন প্রশাসন ও রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর মাধ্যমে উদযাপন করা হবে মহান বিজয় দিবসকে। এছাড়া দিনভর সিলেটে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করবে।

নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহান বিজয় দিবসে সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পক্ষ থেকে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিভিন্ন ইউনিট রাত থেকে শহিদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া দিনে ও রাতে শহিদ মিনার এলাকায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও শহিদ মিনার এলাকায় পুলিশ নজরদারি রাখবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল থেকে ধারবাহিক ভাবে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সিলেট মহানগর ও জেলা বিএনপি, জেলা পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাসদ, খেলাঘর, বাম গণতান্ত্রিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধ অর্পণ করে।

এছাড়া বিকাল পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয় সিলেটে। কর্মসূচির মধ্যে ছিলো- শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‍‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রস্তুত

মো. মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

৩০ লক্ষ বীরের তাজা প্রাণ ও ২ লাখ মা-বোনের অমূল্য সম্ভ্রমের ত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করেছি আমরা। মুক্ত হয়েছি পরাধিনতার শৃঙ্খল থেকে। রোববার দিবাগত মধ্যরাতে ঘণ্টা বাজবে সেই বিজয়ক্ষণের।

রোববার (১৬ ডিসেম্বর) দিনভর আবাল-বৃদ্ধ-বনিতা প্রথম প্রহর থেকে দিনভর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জানাবে পুষ্পশ্রদ্ধা। এ লক্ষ্যে শনিবার বিকালের মধ্যেই পুরোপুরি প্রস্তুত করা হয়েছে মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারটি। সিলেটে যথাযোগ্য মর্যাদায় সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার দুপুরে গিয়ে দেখা যায়, শহিদ মিনার বেদিসহ আশপাশ জায়গা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করছেন সিলেট সিটি করপোরেশনের নিযুক্ত কর্মীরা। বাইরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসহ চৌহদ্দিতে রঙ করা, পরিস্কার পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও শহীদ মিনারের সামনে করা হয়েছে নানা বিজয়-অঙ্কান। যা শহীদ মিনার ঘিরে এনে দিয়েছে আলাদা এক ভাব-গাম্ভীর্যের পরিবেশ। নির্দিষ্ট সময় থেকে সিলেটের বিভিন্ন প্রশাসন ও রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে শ্রদ্ধার পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর মাধ্যমে উদযাপন করা হবে মহান বিজয় দিবসকে। এছাড়া দিনভর সিলেটে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করবে।

নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহান বিজয় দিবসে সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারে সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের পক্ষ থেকে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিভিন্ন ইউনিট রাত থেকে শহিদ মিনার এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া দিনে ও রাতে শহিদ মিনার এলাকায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও শহিদ মিনার এলাকায় পুলিশ নজরদারি রাখবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সিলেটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মহানগরের চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সিলেটের সর্বস্তরের মানুষ। সকালে সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল থেকে ধারবাহিক ভাবে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সিলেট মহানগর ও জেলা বিএনপি, জেলা পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইমজা, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাসদ, খেলাঘর, বাম গণতান্ত্রিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পশ্রদ্ধ অর্পণ করে।

এছাড়া বিকাল পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয় সিলেটে। কর্মসূচির মধ্যে ছিলো- শহীদ মিনার, কবরস্থান ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, র‍‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।

নওরোজ/এসএইচ