ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
হোসেনপুর

বিজয় দিবসে সরকারি অনুষ্ঠানে বিএনপির স্লোগান

মেহবুব মনি, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১১:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ Time View

বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ ।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাধা দেন।

তিনি স্পষ্ট করে জানান, সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের দলীয় স্লোগান দেওয়া যাবে না। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এটি একটি সরকারি অনুষ্ঠান, এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান যথারীতি সম্পন্ন হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন বলেন, “আমরা কোনো দলীয় স্লোগান দিইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। এরপর ও ইউএনও’র আচরণ অনভিপ্রেত।”

Please Share This Post in Your Social Media

হোসেনপুর

বিজয় দিবসে সরকারি অনুষ্ঠানে বিএনপির স্লোগান

মেহবুব মনি, কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ১১:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাধা দেন।

তিনি স্পষ্ট করে জানান, সরকারি অনুষ্ঠানে কোনো ধরনের দলীয় স্লোগান দেওয়া যাবে না। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ‘মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এটি একটি সরকারি অনুষ্ঠান, এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান যথারীতি সম্পন্ন হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন বলেন, “আমরা কোনো দলীয় স্লোগান দিইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। এরপর ও ইউএনও’র আচরণ অনভিপ্রেত।”