বিজয় দিবসে ঢাবিতে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ
- Update Time : ০৮:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮ Time View
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের প্রতীকীতে জুতা নিক্ষেপ করে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে একদল সাধারণ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাবির ডাকসু ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আহসান উল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, ‘গোলাম আযম ও নিজামীরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজও তাদের অনুসারীরা মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, চলতি বছরে ইসলামী ছাত্রশিবির গোলাম আযমকে ‘দেশের সূর্যসন্তান’ আখ্যা দিয়ে কর্মসূচি পালন করেছে, যা তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেন।’
তিনি আরও বলেন, ‘রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদের প্রকাশ হিসেবেই বিজয় দিবসে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, বরং এটি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানানোরও উপলক্ষ্য।’
শিক্ষার্থীরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।































































































































































































