ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৮ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বরং আগের চেয়ে এবার বেশিভাবে উদযাপিত হবে এবং গতবারও প্যারেড হয়নি, এবারও হবে না।”

রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমান বন্দরে সব বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড হয়ে থাকে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল বছরও তা বাতিল হয়েছিল।

বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবস অর্গানাইজ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সভা হয়ে গেছে। এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বগুলো আমরা কিভাবে করব সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি এবং বিজয় দিবস ঘিরেও কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা নেই।

দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তার বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে জাহাঙ্গীর আলম বলেন, “এই জিনিসটা আমি আপনার কাছে প্রথম শুনলাম। ইনভেস্টিগেশন করার পরে বলতে পারব।”

‘ডিবি’ পুলিশ পরিচয় দিয়ে পাঁচ ব্যক্তি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নতুন বাড্ডার বাসা থেকে মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে যায়। তবে বুধবার ভোরে তাকে স্ত্রীর জিম্মায় বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল আলম জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজয় দিবস উদযাপন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বরং আগের চেয়ে এবার বেশিভাবে উদযাপিত হবে এবং গতবারও প্যারেড হয়নি, এবারও হবে না।”

রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমান বন্দরে সব বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড হয়ে থাকে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গেল বছরও তা বাতিল হয়েছিল।

বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবস অর্গানাইজ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সভা হয়ে গেছে। এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বগুলো আমরা কিভাবে করব সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি এবং বিজয় দিবস ঘিরেও কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা নেই।

দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তার বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে জাহাঙ্গীর আলম বলেন, “এই জিনিসটা আমি আপনার কাছে প্রথম শুনলাম। ইনভেস্টিগেশন করার পরে বলতে পারব।”

‘ডিবি’ পুলিশ পরিচয় দিয়ে পাঁচ ব্যক্তি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নতুন বাড্ডার বাসা থেকে মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে যায়। তবে বুধবার ভোরে তাকে স্ত্রীর জিম্মায় বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল আলম জানিয়েছেন।