বিচার, সংস্কার আর নির্বাচন এখন বাংলাদেশের প্রধান স্বার্থ : জোনায়েদ সাকি

- Update Time : ১১:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৫ Time View
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন- এই তিনটাকেই গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আর সেটা করলে তাদের শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে।’
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জগন্নাথপুর অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনেকেই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন মন্তব্য করে সভায় সাকি আরও বলেন, ‘তারা বিচার এবং সংস্কারকে বাদ দিচ্ছেন, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদের একটা বিপজ্জনক খাদের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার।’
তিনি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। আশা করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রের ইতিহাসে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। এতে দেশের মানুষের মুক্ত মতপ্রকাশের অধিকার সুরক্ষিত হবে এবং একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার গঠন সম্ভব হবে।’
জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘বাঞ্ছারামপুর সন্তানদের এমনভাবে আগামী দিনে গড়ে তুলব, যাতে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবো, যাতে কাউকে এলাকার বাইরে যেতে না হয়।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর পৌর গণসংহতি আন্দোলনের সংগঠক মো. জহিরুল হক রেনু মেম্বার। সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মোহাম্মদ মাহাবুবুল আলম কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়