ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লিপি খান ভরসার জামিন আবেদন নামঞ্জুর: কারাগারে প্রেরণ মামলা থেকে নাম কাটতে চাঁদা দাবির মামলায় ২ দিনের রিমান্ডে ব্যবসায়ী বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আহবান প্রধান বিচারপতির সেই প্রকৌশলীর ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ পটুয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত “ভাই, সুমাইয়াকে মাইরা ফালাইছি” পথশিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেফতার কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেত্রীর নাম কাটতে এসে গ্রেফতার ব্যবসায়ী বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আহবান প্রধান বিচারপতির

নওরোজ রিপোর্ট
  • Update Time : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ১১ Time View

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ আইন সমিতি কর্তৃক ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি বলেন, একটি স্বাধীন বিচার বিভাগ কেবল তখনই কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে যখন স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত হয়। তাই তিনি বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রীম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে তাগিদ প্রদান করেন যা অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে টেকসই ও অর্থবহ করে তুলতে সক্ষম হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতি পুনর্গঠনের এই ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে বাংলাদেশ আইন সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, এই সমিতির সদস্যদের মেধা, আইনি দক্ষতা ও গভীর প্রাতিষ্ঠানিক সংযোগ দেশে ন্যায়বিচার, দক্ষতা ও জবাবদিহিতামূলক বিচারিক সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইন সমিতি অন্তবর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণপূর্বক অংশীজনদের সাথে আলোচনা পরিচালনা, বিভিন্ন নীতিগত প্রশ্নে পরামর্শ প্রদান এবং আইন পেশার সাথে সম্পৃক্ত পেশাজীবীদের একত্রীকরণের মাধ্যমে আইন ও বিচারসেবা সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বক্তব্যে অভিমত ব্যক্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব অনেকাংশেই বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বায়ত্বশাসন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ আইন সমিতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বাংলাদেশের এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আহবান প্রধান বিচারপতির

নওরোজ রিপোর্ট
Update Time : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ আইন সমিতি কর্তৃক ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি বলেন, একটি স্বাধীন বিচার বিভাগ কেবল তখনই কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে যখন স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত হয়। তাই তিনি বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রীম কোর্টের অধীনে বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে তাগিদ প্রদান করেন যা অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে টেকসই ও অর্থবহ করে তুলতে সক্ষম হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতি পুনর্গঠনের এই ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে বাংলাদেশ আইন সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, এই সমিতির সদস্যদের মেধা, আইনি দক্ষতা ও গভীর প্রাতিষ্ঠানিক সংযোগ দেশে ন্যায়বিচার, দক্ষতা ও জবাবদিহিতামূলক বিচারিক সংস্কারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইন সমিতি অন্তবর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণপূর্বক অংশীজনদের সাথে আলোচনা পরিচালনা, বিভিন্ন নীতিগত প্রশ্নে পরামর্শ প্রদান এবং আইন পেশার সাথে সম্পৃক্ত পেশাজীবীদের একত্রীকরণের মাধ্যমে আইন ও বিচারসেবা সংস্কার সংক্রান্ত প্রস্তাবসমূহের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বক্তব্যে অভিমত ব্যক্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর দীর্ঘমেয়াদি স্থায়িত্ব অনেকাংশেই বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বায়ত্বশাসন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ আইন সমিতি বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি কর্তৃক ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং বাংলাদেশের এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।