বিচার কাজে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা – শারমিন জাহান
- Update Time : ০৭:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৩৮৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর ত্রৈমাসিক নিষ্পত্তি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান।

উক্ত সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অত্র ম্যাজিস্ট্রেসির সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন এবং ১১ টি বিচার আদালতের বিচার কাজে সহায়ক কর্মকর্তা কর্মচারী ও নকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও কোর্টে পুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান বলেন, বিচার কাজে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন,ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিচার কাজে সহায়কদের নিজ নিজ কর্তব্য- দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করতে হবে।
তিনি মামলা নিস্পত্তির মাধ্যমে মামলার জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নেয়া এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় নকল শাখা, রেকর্ড শাখা প্রতিটি বিচার আদালতসহ সকল শাখার রেজিস্ট্রার পরিদর্শন করেন।
সভা শেষে ত্রৈমাসিক সর্বোচ্চ স্বাক্ষী গ্রহণ এবং নিষ্পত্তিকারী বিচারক হিসাবে নির্বাচিত হন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান এবং ২য় সর্বোচ্চ স্বাক্ষীগ্রহণ এবং নিষ্পত্তি করেছেন জুডিসিয়াল ৪র্থ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম।
বেঞ্চ সহকারী হিসেবে ১ম স্থান অধিকারী শরিফুল ইসলাম এবং ২য় স্থান করেন বেঞ্চ সহকারী মোঃ হালিম মোল্লা। কাজের গুনগতমান নিয়ে ১ম স্থান করেন নকল শাখার প্রধান তুলনা কারক রায়হানা আক্তার এবং স্ট্রেনোগ্রাফার অরূপ দাস। পরে বিজয়ীদের মাঝে সভাপতি পুরস্কার বিতরণ করেন।























































































































































































