ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় প্রধান বিচারপতির শোক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২০ Time View

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা এবং স্ত্রীকে আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন,‌ ‘বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীর বেদনাদায়ক।’

বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিচারক আবদুর রহমানের আহত স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন।

শোকবার্তায় বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সকল অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি প্রদান করা হয়।

প্রধান বিচারপতি তদন্তের প্রতিটি ধাপে স্বচ্ছতার বিষয়ে জোর দেন। বিচার বিভাগ প্রত্যাশা করে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করবে। সুপ্রিম কোর্ট আগামী দিনগুলোতে এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, যাতে ন্যায়বিচার দ্রুত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়। এই শোকের মুহূর্তে সুপ্রিম কোর্ট শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।

উল্লেখ্য, প্রধান বিচারপতি দেশের আদালত এবং বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছেন গত বছর। ওই বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় প্রধান বিচারপতির শোক

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১০:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে হত্যা এবং স্ত্রীকে আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন,‌ ‘বিচার বিভাগের একজন সদস্যের পরিবারের ওপর এ নৃশংস আক্রমণ নিন্দনীয়, অমানবিক এবং গভীর বেদনাদায়ক।’

বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও সমগ্র বিচার বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিচারক আবদুর রহমানের আহত স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন।

শোকবার্তায় বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্ট এ ঘটনা সংশ্লিষ্ট সকল অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে যাতে প্রকৃত ঘটনা উদঘাটিত হয় এবং দোষীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি প্রদান করা হয়।

প্রধান বিচারপতি তদন্তের প্রতিটি ধাপে স্বচ্ছতার বিষয়ে জোর দেন। বিচার বিভাগ প্রত্যাশা করে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করবে। সুপ্রিম কোর্ট আগামী দিনগুলোতে এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, যাতে ন্যায়বিচার দ্রুত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়। এই শোকের মুহূর্তে সুপ্রিম কোর্ট শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।

উল্লেখ্য, প্রধান বিচারপতি দেশের আদালত এবং বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছেন গত বছর। ওই বছরের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছিল।