ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিএসবির খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৫৭ Time View

এম কে খায়রুল বাশার বাহার।

রাজধানীর গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এ আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক খালিদ সাইফুল্লাহ তাকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আদালত আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়- আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।

শিক্ষার্থীদের ২০০ কোটি টাকা আত্মসাত; বিএসবির চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

বিএসবির খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক
Update Time : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
রাজধানীর গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এ আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক খালিদ সাইফুল্লাহ তাকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আদালত আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়- আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।

শিক্ষার্থীদের ২০০ কোটি টাকা আত্মসাত; বিএসবির চেয়ারম্যান বাশার গ্রেপ্তার