ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

বিএসএফের পুশইন করা ২১ নারী-পুরুষ পঞ্চগড় সীমান্তে আটক

সাব্বির হোসেন, পঞ্চগড় 
  • Update Time : ০৫:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ২৬০ Time View

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন করা ২১ নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার গভীর রাতে জয়ধরভাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৫৭/১০-এস বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,আটককৃতদের থানায় হস্তান্তর ও বিধি অনুযায়ী মামলার কার্যক্রম চলমান রয়েছে। তবে অপ্রাপ্তরা শিশুরা মামলার বিষয়ে আসবেনা। থানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমরা বিএসএফকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছি তারা অস্বীকার করেছে।

বিজিবি জানায়,আটক ২১ জনের মধ্যে পুরুষ ২,মহিলা -৬ এবং শিশু ১৩ জন তারা সবাই বাংলাদেশি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা ১০ বছর ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। সেখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে গুজরাট এলাকা থেকে আটক করে,পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং কলকাতা হতে রাতে ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

আটককৃতরা হলেন,খুলনা আমবাড়িয়া মাজিরগাতি এলাকার ইসরাইল ফকিরের স্ত্রী আলেয়া (৫৫),ইসরাইলের ছেলে রব্বিল ফকির,তার স্ত্রী শিমলা (১৯),তাদের সন্তান আলিশা (০৩) ও  আয়ান (০৩ মাস)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মোঃ আশিক সরদারের স্ত্রী রোজি (৩৯)তার ছেলে রানা (১৭),মেয়ে আয়েশা (০৪)। একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী হেলেনা (২৭) তার মেয়ে রোজিনা (৮) ছেলে ইসমাইল (৫)।

খুলনা গাজির হাট এলাকার ফরহাদ শেখ এর স্ত্রী স্বপ্না (২৯) তার মেয়ে ফারজানা (১২), আফসানা (৯),মরিয়ম (৩)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মো.আজি,তার সন্তান কুলসুম (১০),রহমান (৬),রেহমান (৫),আফরিন (৩) ও রেহমাত (২)।

Please Share This Post in Your Social Media

বিএসএফের পুশইন করা ২১ নারী-পুরুষ পঞ্চগড় সীমান্তে আটক

সাব্বির হোসেন, পঞ্চগড় 
Update Time : ০৫:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন করা ২১ নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার গভীর রাতে জয়ধরভাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৫৭/১০-এস বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন,আটককৃতদের থানায় হস্তান্তর ও বিধি অনুযায়ী মামলার কার্যক্রম চলমান রয়েছে। তবে অপ্রাপ্তরা শিশুরা মামলার বিষয়ে আসবেনা। থানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবেন। আমরা বিএসএফকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছি তারা অস্বীকার করেছে।

বিজিবি জানায়,আটক ২১ জনের মধ্যে পুরুষ ২,মহিলা -৬ এবং শিশু ১৩ জন তারা সবাই বাংলাদেশি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা ১০ বছর ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। সেখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে গুজরাট এলাকা থেকে আটক করে,পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং কলকাতা হতে রাতে ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

আটককৃতরা হলেন,খুলনা আমবাড়িয়া মাজিরগাতি এলাকার ইসরাইল ফকিরের স্ত্রী আলেয়া (৫৫),ইসরাইলের ছেলে রব্বিল ফকির,তার স্ত্রী শিমলা (১৯),তাদের সন্তান আলিশা (০৩) ও  আয়ান (০৩ মাস)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মোঃ আশিক সরদারের স্ত্রী রোজি (৩৯)তার ছেলে রানা (১৭),মেয়ে আয়েশা (০৪)। একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী হেলেনা (২৭) তার মেয়ে রোজিনা (৮) ছেলে ইসমাইল (৫)।

খুলনা গাজির হাট এলাকার ফরহাদ শেখ এর স্ত্রী স্বপ্না (২৯) তার মেয়ে ফারজানা (১২), আফসানা (৯),মরিয়ম (৩)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মো.আজি,তার সন্তান কুলসুম (১০),রহমান (৬),রেহমান (৫),আফরিন (৩) ও রেহমাত (২)।