ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না : ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
  • Update Time : ০১:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১২৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না, তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক।

বুধবার (১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘পৃথিবীতে যেমন পাপাচার, অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে।

তেমনি অসুরের রূপেও কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু অন্যায় আর অবিচার করতে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল।

আগামীতে ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জনগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন
পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি নয়ন মিয়া। পৌর বিএনপির সহসভাপতি জামান সহ অন্য নেতারা।

মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না : ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
Update Time : ০১:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না, তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক।

বুধবার (১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘পৃথিবীতে যেমন পাপাচার, অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে।

তেমনি অসুরের রূপেও কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু অন্যায় আর অবিচার করতে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল।

আগামীতে ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জনগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন
পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি নয়ন মিয়া। পৌর বিএনপির সহসভাপতি জামান সহ অন্য নেতারা।

মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।