বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ০৬:৫৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ২৩ Time View
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জর্জিয়া, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ সোমবার, জর্জিয়ার ডরাভিলের জমজম হালাল সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না। তিনি বলেন, “আমাদের কমিটির মূল লক্ষ্য হবে বিএনপির কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, দলের কার্যক্রমকে প্রবাসে আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা। সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, দলকে আরও শক্তিশালী করি এবং দেশ ও জাতির স্বার্থে আমাদের ভূমিকা রাখি।”
বিশেষ আলোচনা করেন সাধারণ সম্পাদক এস. এম. রেজাউল হক। তিনি বলেন, “বিএনপির চেতনাকে ধরে রেখে আমরা যুক্তরাষ্ট্রে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে চাই। প্রবাসে থেকেও আমরা দেশপ্রেমে অটল। দেশ ও জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম চলবে। এই কমিটি বিএনপির মূল আদর্শ, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার রক্ষার পক্ষে কাজ করবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জসিম উদ্দিন, যিনি তার বক্তব্যে বিএনপির চলমান সংগ্রাম, দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সংকটকালীন সময়ে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করলে বিএনপির আন্দোলন আরও গতিশীল হবে।”
অনুষ্ঠান সভাপতিত্ব করেন জর্জিয়া বিএনপির সভাপতি শাহনাওয়াজ হোসেন। তিনি বলেন, “এই কমিটি বিএনপির আদর্শ ও মূল্যবোধকে আরও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দলকে সুসংগঠিত করা, প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটানো এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখা।।”
মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা খানম বলেন, “নারীরা বিএনপির আন্দোলন-সংগ্রামে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রবাসেও আমরা দলকে শক্তিশালী করতে একযোগে কাজ করে যাবো।”
ইফতার ও দোয়া মাহফিলে জর্জিয়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন এবং ভবিষ্যতেও দলীয় ঐক্য অটুট রেখে সকল কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন জনাব জব্বার।
অনুষ্ঠান শেষে সকল অতিথিকে ইফতার পরিবেশন করা হয় এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাহফিল সমাপ্ত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়