ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মাঠে নামলে বর্তমান সরকার টিকবে না : গয়েশ্বর

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ২৮১ Time View

জুলাই জাতীয় সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘বিএনপি যদি মাঠে নামে, সরকার টিকবে কি না, সেটা নিয়েই সন্দেহ। তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে।’

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।’

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাঁকন, ডা. এরফানুল হক সিদ্দিক, ডা. পরিমল চন্দ্র মল্লিক, ডা. জিয়াউল করিম, ডা. গোলাম সরোয়ার বিদ্যুৎ, ডা. রোস্তম আলী মধু, ডা. জালাল উদ্দিন আহমেদ রুমী, ডা. মাসুদ আক্তার জিতু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. রেজাউল আলম নিপ্পন, ডা. মজিবুল হক দোয়েল, ডা. আনোয়ার হোসেন মুকুল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।

এ ছাড়া যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ, ডা. শেখ ফরহাদ, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. মো. শামসুল আলম, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. আবু নাছের, ডা. আশফাক নবী কনক, ডা. ফরহাদ হাসান চৌধুরী, ডা. মো. মোস্তফা আজিজ সুমন, ডা. ফারুক আহমেদ, ডা. মুরাদ হোসেন, ডা. রেজানুর রহমান সোহেল, ডা. মুহাম্মদ নিয়াজ শহীদ রানা, ডা. আতিকুর রহমান সুজন, ডা. মুহাম্মদ জাফর ইকবাল, ডা. শহিদুল হক রাহাত, ডা. সারোয়ার আলম, ডা. জাহিদুল কবির, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. আনারুল ইসলাম আনার,ডা. জাহিদুল ইসলাম সুমন; সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. জাবেদ আহম্মেদ, ডা. গালিব হাসান প্রিতম, ডা. সায়েম মনোয়ার; দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, প্রকাশনা সম্পাদক ডা. মাহবুব মুন্না, প্রচার সম্পাদক ডা. রাকিবুল ইসলাম আকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. সিরাজুস সালেহীন প্রিন্স, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. লাবিদ রহমান, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. রেদওয়ান ফেরদৌস, ডা. মনজুর রশিদ, ডা. মীর রাশেখ আলম অভি, ডা. মহিউদ্দিন মারুফ, ডা. উমর ফারুক, ডা. দেলোয়ার হোসেন টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

বিএনপি মাঠে নামলে বর্তমান সরকার টিকবে না : গয়েশ্বর

রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

জুলাই জাতীয় সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘বিএনপি যদি মাঠে নামে, সরকার টিকবে কি না, সেটা নিয়েই সন্দেহ। তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে।’

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।’

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাঁকন, ডা. এরফানুল হক সিদ্দিক, ডা. পরিমল চন্দ্র মল্লিক, ডা. জিয়াউল করিম, ডা. গোলাম সরোয়ার বিদ্যুৎ, ডা. রোস্তম আলী মধু, ডা. জালাল উদ্দিন আহমেদ রুমী, ডা. মাসুদ আক্তার জিতু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. রেজাউল আলম নিপ্পন, ডা. মজিবুল হক দোয়েল, ডা. আনোয়ার হোসেন মুকুল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।

এ ছাড়া যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ, ডা. শেখ ফরহাদ, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. মো. শামসুল আলম, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. আবু নাছের, ডা. আশফাক নবী কনক, ডা. ফরহাদ হাসান চৌধুরী, ডা. মো. মোস্তফা আজিজ সুমন, ডা. ফারুক আহমেদ, ডা. মুরাদ হোসেন, ডা. রেজানুর রহমান সোহেল, ডা. মুহাম্মদ নিয়াজ শহীদ রানা, ডা. আতিকুর রহমান সুজন, ডা. মুহাম্মদ জাফর ইকবাল, ডা. শহিদুল হক রাহাত, ডা. সারোয়ার আলম, ডা. জাহিদুল কবির, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. আনারুল ইসলাম আনার,ডা. জাহিদুল ইসলাম সুমন; সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. জাবেদ আহম্মেদ, ডা. গালিব হাসান প্রিতম, ডা. সায়েম মনোয়ার; দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, প্রকাশনা সম্পাদক ডা. মাহবুব মুন্না, প্রচার সম্পাদক ডা. রাকিবুল ইসলাম আকাশ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. সিরাজুস সালেহীন প্রিন্স, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. লাবিদ রহমান, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. রেদওয়ান ফেরদৌস, ডা. মনজুর রশিদ, ডা. মীর রাশেখ আলম অভি, ডা. মহিউদ্দিন মারুফ, ডা. উমর ফারুক, ডা. দেলোয়ার হোসেন টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।