বিএনপি নেতা রিয়াদ আরফান সরকার রানার বহিষ্কারাদেশ প্রত্যাহার
- Update Time : ০৫:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ২০৪১ Time View
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নীলফামারী -০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আরফান সরকার রানার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার(২৭ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানার ইতিপূর্বে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পর থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াদ আরফান সরকার রানা।
প্রসঙ্গত,গত ০৪ মে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।



































































































































































































