ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : ০৬:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / ৬৯ Time View

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। এতে প্রাইভেটকারের পেছনের কাচ ভেঙে গেছে।

তবে এ হামলায় আঘাত পাননি বিএনপি নেতা। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় জেলা বিএনপি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের কলেজ রোডের নারিকেল বাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে গাড়িবহরযোগে নিয়ে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের গাড়িতেও হামলা চালানো হয়।

হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএমএইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুড়তে থাকলে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘বিএনপির গাড়িবহরে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। হামলার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছে। যথেষ্ট পুলিশ পাহারা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমানের গাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

Update Time : ০৬:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। এতে প্রাইভেটকারের পেছনের কাচ ভেঙে গেছে।

তবে এ হামলায় আঘাত পাননি বিএনপি নেতা। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় জেলা বিএনপি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি শহরের কলেজ রোডের নারিকেল বাগান এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমানকে গাড়িবহরযোগে নিয়ে আসার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের গাড়িতেও হামলা চালানো হয়।

হামলায় তিনি রক্ষা পেলেও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে ছাত্রলীগ ও যুবলীগের চারজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএমএইচ ইসমাইল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা অফিসে বিশ্রাম নেওয়ার সময় বিএনপির গাড়িবহর থেকে কার্যালয়ের দিকে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা উস্কানিমূলকভাবে ইট ও পাটকেল ছুড়তে থাকলে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘বিএনপির গাড়িবহরে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। হামলার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছে। যথেষ্ট পুলিশ পাহারা রয়েছে।’