বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে : আমীর খসরু

- Update Time : ০৬:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৫৩ Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।
কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান আমির খসরু। তিনি বলেন, ১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তবর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেনো সেখানে নিতে পারি। বিগত দিনে এমনটা ছিল না বলেই দৈত্য সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয়। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়