বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

- Update Time : ০৭:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৪৯৭ Time View
ধর্মীয় সম্প্রীতির ইতিহাস যেমন প্রাচীন তেমনি আজও পূজা পার্বণে গ্রামীণ জনজীবনে উচ্ছ্বাস ভরপুর। এমন সময়ে নীলফামারীর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজার আয়োজক সাধারণ পুন্যার্থী ও খেটে খাওয়া মেহনতী মানুষের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ে বিএনপি’র স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন।
কয়েকজন পূজার আয়োজক কমিটি তাদের বক্তব্যে বলেন, আমরা হিন্দুরা সবসময় উৎসবকে ঘিরে আনন্দ করি। কিন্তু এখনকার সময়টা খুবই কঠিন। আব্দুল্লাহ আল মামুন আজ আমাদের মাঝে এসেছেন, আমাদের খোঁজ নিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের বিষয়। যদি তিনি নির্বাচিত হন, আশা করি আমাদের দুঃখ-কষ্ট দূর করতে কাজ করবেন।
মাকে পূজা দিতে আসা গৃহিণী অঞ্জলি রানী জানান, আমরা মেয়েরা পূজা পার্বণে আনন্দ করি ঠিকই, কিন্তু ঘরে দারিদ্রতা থাকলে আনন্দ অসম্পূর্ণ থাকে। আমাদের নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের বিষয়ে তিনি কাজ করবেন। এটা শুনে ভালো লাগলো। তাই আমি আমার প্রথম ভোট ধানের শীষেই দিতে চাই।
পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আপনাদের পূজা মন্ডপে এসে দেখলাম হিন্দু সম্প্রদায়ের মানুষরা কতটা আনন্দ নিয়ে উৎসব পালন করেছেন।
তিনি আরো বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক স্লোগান নয়,এটি বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনের সমস্যার সমাধানের রূপরেখা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এ কর্মসূচি বাস্তবায়িত হবে। আমি যদি আপনাদের আর্শীবাদে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তাহলে মানুষের দুর্দশা দূর করা, কৃষকের সমস্যার সমাধান, শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।
তিনি আবেগঘন কণ্ঠে যোগ করেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই বিশ্বাস নিয়েই আমি কাজ করি। আর বিএনপি’র প্রতীক ধানের শীষ সর্বস্তরের মানুষের অধিকার ও পরিবর্তনের প্রতীক। তাই আমি চাই, আগামী নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়