বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে আনন্দ র্যালি উদযাপন

- Update Time : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই র্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালিটি টঙ্গী বাজার এলাকা হইতে ঢাকা ময়মনসিংহ মহাসড় স্টেশন রোড চেরাগআলী কলেজ গেট এলাকায় প্রতিক্ষণ করে পুনরায় টঙ্গী বাজার গিয়ে সমাপ্তি হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের পতাকা, ব্যানার ও ফেস্টুন ছিল।
“গণতন্ত্র মুক্তি চাই, শহীদ জিয়ার আদর্শ অম্লান” শ্লোগানে মুখর হয়ে ওঠে র্যালি পথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং যুবদলের আহ্বায় আকবর হোসেন ফারুক ও বেনজির আহমেদ।
সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আজ গণতন্ত্র বিপর্যস্ত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই বিএনপিকে শক্তিশালী করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। আগামী দিনে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও তীব্র করতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার এই দিনে আমরা শপথ নিচ্ছি— শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আর এজন্য সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। র্যালি চলাকালে টঙ্গী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নেতাকর্মীরা গান-বাজনা, মিছিলের শ্লোগান আর ব্যানার-ফেস্টুনে প্রিয় নেত্রী ও দলের প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ ঘটান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়