বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শেকৃবি উপাচার্যের ফুলেল শ্রদ্ধা

- Update Time : ০৩:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের নেতৃত্বে রাজধানীর জিয়া উদ্যান (চন্দ্রিমা উদ্যান) গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন শেকৃবি প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবুল বাশার, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন, পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. নাহিদ জেবা, সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মোঃ জামিলুর রহমান, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, সাদা দলের সেক্রেটারী অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, টিএসসি পরিচালক অধ্যাপক মোঃ আখতার হোসেন, শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়