ব্রেকিং নিউজঃ
বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার

নওরোজ ডেস্ক
- Update Time : ০৮:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫২ Time View
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় মিজান সিকদার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহাম্মেদ আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মিয়া বাদী হয়ে কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারসহ ৬১ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করেছে। মামলায় অজ্ঞাত আরো ১০০ জনকে আসামি করা হয়।
নওরোজ/এসএইচ