ময়মনসিংহ-৩ আসন
বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু
- Update Time : ১২:০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১২ Time View
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল কর্মী তানজিল আহমেদ (৩০) নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানজিল আহমেদ উত্তর জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি জেলা ছাত্রদলের সভাপতির অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষটি ঘটেছে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসেইন এবং মনোনয়নবঞ্চিত নেতা আহম্মেদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে। দলীয় সূত্রে জানা গেছে, এম ইকবাল হোসেইন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। তবে মনোনয়ন ঘোষণার পর থেকে মনোনয়নবঞ্চিত তায়েবুর রহমানের সমর্থকরা পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সংঘর্ষের দিন বিকেলেই ইকবাল হোসেইনের সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করে কলেজ মাঠে সমাবেশের আয়োজন করেন। একই সময় মধ্য বাজারে মহিলা দলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে তায়েবুর রহমানের সমর্থকদের সমাবেশ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে ইকবাল হোসেইনের সমর্থকরা কলেজ মাঠে যাচ্ছিলেন। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং মহিলা দলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় অসুস্থ হয়ে পড়েন তানজিল আহমেদ। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, তানজিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক বা অসুস্থ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
বিএনপি নেতা এম ইকবাল হোসেইন বলেন, “আমরা পুলিশের অনুমতি নিয়ে এলাকায় গিয়েছিলাম। আমাদের ওপর হামলার পরিকল্পনা ছিল, তখন দুই পক্ষের মধ্যে মারামারি হয়। আমাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে আমরা শান্তিপূর্ণভাবে সভা শেষ করেছি।”
অপর দিকে, পৌর বিএনপির সদস্যসচিব সঞ্জিত কুমার দাস দাবি করেন, “আমাদের শান্তিপূর্ণ মহিলা সমাবেশে ইকবাল হোসেইনের সমর্থকরা হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন, দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। গৌরীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, পাল্টাপাল্টি ধাওয়ার সময় তানজিল আহমেদ অসুস্থ হয়ে মারা যান। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর বিএনপি অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতার অভিযোগে পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতা রয়েছেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সঞ্জিত কুমার দাস বলেন, “আমরা বহিষ্কারের চিঠি এখনও পাইনি। যদি বহিষ্কার করা হয়, আমরা কেন্দ্রের কাছে অভিযোগ জানাব। আমাদের কাছে সব ভিডিও ফুটেজ আছে, যা দেখাবে আমাদের সমাবেশে হামলা হয়েছে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































