বিএনপির গণমিছিলে নেতাকর্মীদের ঢল

- Update Time : ০৪:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ২৭৩ Time View
সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে। ইতোমধ্যে দুই মহানগরীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। উপস্থিত রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। আজকে হবে একদফা আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোও নিজ নিজ অবস্থান থেকে রাজধানীতে গণমিছিলের কর্মসূচি পালন করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ৪টার পর।
এরআগে গত ১২ জুলাই একদফা আন্দোলন ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে।