ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে চেন্নাইয়ে থালাপতি বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে ৩৪ জনের মৃত্যু জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে : তারেক রহমান বাদামতলীতে ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের ঢাকা ৭ আসনের মানুষের খাদেম হতে চাই – আলহাজ্ব আব্দুর রহমান টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক

বিএনপিতে যোগদান করলেন আ.লীগের বহিষ্কৃত নেতা

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১২:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩৭ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও বুরাইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব ওরফে পান্নু মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকালে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির ফুল তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর আব্দুল ওয়াহাব বলেন, ‘আমি আগে কোনো দলে যোগ দেইনি। আজই বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আমার আত্মপ্রকাশ ঘটল।’

তবে তার এই দাবি নাকচ করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, আব্দুল ওয়াহাব ২০১৭ সালে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম (ফরিদপুর-১ বিএনপির মনোনয়ন প্রত্যাশী) বলেন, এই ইউনিয়নে আমাদের দলের কিছুটা দুর্বলতা ছিল। আব্দুল ওয়াহাবের যোগদানের ফলে আমরা দ্রুত সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বুরাইচ ইউপি বিএনপির সভাপতি বজরুল রশিদ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

বিএনপিতে যোগদান করলেন আ.লীগের বহিষ্কৃত নেতা

রাজনীতি ডেস্ক
Update Time : ১২:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ও বুরাইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব ওরফে পান্নু মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকালে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির ফুল তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর আব্দুল ওয়াহাব বলেন, ‘আমি আগে কোনো দলে যোগ দেইনি। আজই বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আমার আত্মপ্রকাশ ঘটল।’

তবে তার এই দাবি নাকচ করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন, আব্দুল ওয়াহাব ২০১৭ সালে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তখনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম (ফরিদপুর-১ বিএনপির মনোনয়ন প্রত্যাশী) বলেন, এই ইউনিয়নে আমাদের দলের কিছুটা দুর্বলতা ছিল। আব্দুল ওয়াহাবের যোগদানের ফলে আমরা দ্রুত সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বুরাইচ ইউপি বিএনপির সভাপতি বজরুল রশিদ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান প্রমুখ।