ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই

বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ২৩ Time View

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে জয় রথেই আছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের দুই গোলে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। জোরাল করেছে মূল পর্বে খেলার সম্ভাবনা।

চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে শুক্রবার বাহরাইনকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বায়েজিদ বোস্তামি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। শেষ দিকে ব্যবধান কমায় বাহরাইন।

তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর, ব্রুনেইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফয়সালরা। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছিল দল। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপের টেবিলে শীর্ষে থাকা বাংলাদেশ মূলপর্বে খেলা নিশ্চিত করতে রোববার স্বাগতিক চীনের মুখোমুখি হবে।

প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ ফয়সাল, রিফাত ও অপুরা কাজে লাগাতে পারেননি। ৪৭তম মিনিটে মানিকের ক্রসে রিফাত কাজীর শট ফেরান গোলকিপার।

বাহরাইনের প্রতিরোধ গুঁড়িয়ে ৫৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। সাব্বিরের লং থ্রো ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়েজিদ সুযোগ কাজে লাগান দারুণ শটে।

৬৫ ও ৬৮তম মিনিটে রিফাতের দুটি চেষ্টা ব্যর্থ করে দেন বাহরাইন গোলকিপার। তবে ৭২তম মিনিটে তিনি পারেননি মানিকের শট আটকাতে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস থেকে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক।

৮৫তম মিনিটে জুহাইর হোসেন ব্যবধান কমালেও বাকি সময়ে বাহরাইন পায়নি সমতাসূচক গোলের দেখা।

Please Share This Post in Your Social Media

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই

বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৮:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে জয় রথেই আছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের দুই গোলে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। জোরাল করেছে মূল পর্বে খেলার সম্ভাবনা।

চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে শুক্রবার বাহরাইনকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বায়েজিদ বোস্তামি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। শেষ দিকে ব্যবধান কমায় বাহরাইন।

তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর, ব্রুনেইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফয়সালরা। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছিল দল। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপের টেবিলে শীর্ষে থাকা বাংলাদেশ মূলপর্বে খেলা নিশ্চিত করতে রোববার স্বাগতিক চীনের মুখোমুখি হবে।

প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ ফয়সাল, রিফাত ও অপুরা কাজে লাগাতে পারেননি। ৪৭তম মিনিটে মানিকের ক্রসে রিফাত কাজীর শট ফেরান গোলকিপার।

বাহরাইনের প্রতিরোধ গুঁড়িয়ে ৫৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। সাব্বিরের লং থ্রো ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়েজিদ সুযোগ কাজে লাগান দারুণ শটে।

৬৫ ও ৬৮তম মিনিটে রিফাতের দুটি চেষ্টা ব্যর্থ করে দেন বাহরাইন গোলকিপার। তবে ৭২তম মিনিটে তিনি পারেননি মানিকের শট আটকাতে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস থেকে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক।

৮৫তম মিনিটে জুহাইর হোসেন ব্যবধান কমালেও বাকি সময়ে বাহরাইন পায়নি সমতাসূচক গোলের দেখা।