ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আশংকাজনক অবস্থায় আরও ২ জন

লোহাগাড়া প্রতিনিধি
  • Update Time : ০৬:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ২৭ Time View

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্তত আরও দুজন আহত হয়েছে।

শুক্রবার(৯মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র। আহতরা হলেন ১/ মোহাম্মদ মোরশেদ(৩৫), হলেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র। ২/ আকতার হোসেন (৫০) একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীত মুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়, সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়, তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন সড়ক দূর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়, তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়, অপর দুজনের অবস্থাও আশংকাজনক, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আজাদীকে বলেন, দূর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আশংকাজনক অবস্থায় আরও ২ জন

লোহাগাড়া প্রতিনিধি
Update Time : ০৬:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্তত আরও দুজন আহত হয়েছে।

শুক্রবার(৯মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র। আহতরা হলেন ১/ মোহাম্মদ মোরশেদ(৩৫), হলেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র। ২/ আকতার হোসেন (৫০) একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীত মুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়, সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়, তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন সড়ক দূর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়, তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়, অপর দুজনের অবস্থাও আশংকাজনক, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আজাদীকে বলেন, দূর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।