রংপুরে প্রথম দিনে অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫
বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে সহায়তা করলেন মানবিক পুলিশ

- Update Time : ০৫:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১০ Time View
সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে ৪১ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে, পরীক্ষা শুরুর আগে অনেকই ভুল করে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসেন।
এমনি এক পরীক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে তার বাসা থেকে প্রবেশপত্র এনে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন রংপুর জেলা ট্রাফিক পুলিশের এক সদস্য।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯ টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যান। পরে ঠিক সাড়ে ৯ টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এর ঠিক ত্রিশ মিনিট পর পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষা শুরুর পূর্বে রংপুর নগরীর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে শ্রী তীর্থ রায় নামে এক পরীক্ষার্থী ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসেন। তখন ঘড়ির কাটায় পরীক্ষা শুরু হতে মিনিট বিশ বাকি। উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন ওই পরীক্ষার্থী।
বিষয়টি জানার পর রংপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূর আলম সিদ্দিকের তৎপরতায় এটিএসআই মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক মোটরসাইকেল যোগে পরীক্ষা শ্রী তীর্থ রায়ের বাসা থেকে প্রবেশপত্র আনতে সহযোগিতা করেন। ওই পরীক্ষার্থীর বাসা রংপুর নগরীর মুলাটোল এলাকায় এবং সে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রবেশপত্রসহ ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়ায় উপস্থিত অভিভাবকগণ দায়িত্বরত শিক্ষকরা এটিএসআই মোস্তাফিজসহ জেলা ট্রাফিক পুলিশের প্রশংসার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলেন, সত্যি বলতে কি তড়িঘড়ি বের হতে গিয়ে ভুল করে বাসায় প্রবেশপত্র ছেড়ে আসি। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নাই। তখন হাতে সময়ও কম ছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাই। তারা আমার কথা শোনার পরপরই আমাকে সঙ্গে নিয়ে বাসা থেকে প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেন। আমি ওই পুলিশ সদস্যসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ।
রংপুর জেলা ট্রাফিকে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষার শুরুর পূর্বে এক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বাসায় ছেড়ে এসেছেন বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (এডমিন) গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরীক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্রসহ কেন্দ্রে পৌঁছে দেই। আসলে এটি সেই সময়ে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করেছি।
এদিকে রংপুরে (এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৫৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে আসাসহ বিভিন্ন অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে, ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।
রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৪১ হাজার ৯৭৮ জন। তাদের মধ্যে ৫১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৬৫২ জন এবং এসএসসি (ভোকেশনার) মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৮৯ জন। এরমধ্যে প্রথম দিনে ২৯৬ জন এসএসসি, ২৫৮ জন দাখিল এবং ২৩ জন ভোকেশনাল অনুপস্থিত ছিল।
এদিকে অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। আর পরীক্ষার্থী জানিয়েছেন প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়