বাসাইলে যুবকের মরদেহ উদ্ধার

- Update Time : ০১:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০১ Time View
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসে অভিজিত কুমার(২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রথমে যুবকের পরিচয় শনাক্ত না হলে পরে তার প্যান্টের প্যাকেটে তার জন্ম সনদ,সার্টিফিকেট দেখে পরিচয় শনাক্ত করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জালাল উদ্দিন বলেন,ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ করা হয়েছে। প্রথমে যুবকের পরিচয় শনাক্ত করা যাইনি। পরে তার প্যান্টের প্যাকেট থেকে কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়। মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।