বাসাইলে তিন ইটভাটাকে ৪লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

- Update Time : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০ Time View
টাঙ্গাইলের বাসাইলে তিনটি ইটভাটার মালিককে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
অভিযানে বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এম বি ব্রিক ফিল্ডকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে তিন লাখ টাকা এবং কাশিল ইউনিয়নের বাংড়া এলাকার মেসার্স কিং ব্রিক ফিল্ডকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান,বাসাইল উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধারা লঙ্ঘনে ৩ ইটভাটাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, আমাদের এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।