অপারেশন ডেভিল হান্ট
বাসাইলে আ.লীগের দুই নেতা গ্রেফতার

- Update Time : ০২:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৫৩ Time View
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত আড়াই টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর ও কাউলজানী ইউনিয়নের কলিয়া দক্ষিণ পাড়া থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হোসেন এলিট(৫৫) উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মৃত আল আমিন বীনজিয়াদের ছেলে।তিনি কাশিল ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।হেমায়েত হোসেন হিমেল(২৮) কাউলজানী ইউনিয়নের কলিয়া দক্ষিণ পাড়া এলাকার আবু হানিফের ছেলে। হিমেল উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
জানা গেছে,বাসাইল উপজেলার কাউলজানী কলিয়া দক্ষিণ পাড়া ও কাশিলের দাপনাজোরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুুলিশ।গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে ১৮ নং একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,বাসাইল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে।সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।