বালুখালী টিভি টাওয়ার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
- Update Time : ১০:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১০০ Time View
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টিভি টাওয়ার এলাকায় ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত যুবকের নাম অজয়া (২২)। তিনি কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী ইউনুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুখালী টিভি টাওয়ার এলাকার সামনে দিয়ে মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর একজন যুবক (নাম এখনো জানা যায়নি) গুরুতর আহত অবস্থায় বর্তমানে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক সংস্কার ও গতিসীমা নিয়ন্ত্রণের দাবি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































