বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

- Update Time : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৫৯ Time View
রূপগঞ্জের তারাবো পৌরসভা বিভিন্ন এলাকায় ৫টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সমন্বয়ে গঠিত টীম উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন এলাকার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ । সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেনসহ অনেকে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারায় ৫টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আদায়সহ এসব ইটভাটার সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় আরিয়াব এলাকার মেসার্স এম.এম. ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স হাকিম ব্রিকস ম্যানুফেসারিং-২ কে ২ লাখ টাকা, কর্নগোপ এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ২ লাখ টাকা , মেসার্স এ.এস.বি ব্রিকস-১ কে ২ লাখ টাকা, ঐরাব এলাকার মেসার্স এইচ আর ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।