ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজ বাড়িতে ককটেল হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  • Update Time : ১০:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৩৭ Time View

পুলিশের হাতে আটক ইমন আলী

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক যুবক নিজ বাড়িতে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ইমন আলী (২২) হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া এলাকার হাসেম আলীর (৫২) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করেন। তার ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে পরিবারের মধ্যে নিয়মিত অশান্তি সৃষ্টি করত সে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে ইমন মারধর করে তার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বৃহস্পতিবার বাবা-মা বাড়িতে ফিরে এলে মোটরসাইকেল কেনার চাপ বাড়াতে ইমন বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ইমনকে আটক করে।

ইমনের বাবা-মা ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইমন অবাধ্য আচরণ করে আসছিল। এইচএসসি পড়াকালীন থেকেই সে মাদক ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাবা মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজ বাড়িতে ককটেল হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
Update Time : ১০:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক যুবক নিজ বাড়িতে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ইমন আলী (২২) হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া এলাকার হাসেম আলীর (৫২) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করেন। তার ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে পরিবারের মধ্যে নিয়মিত অশান্তি সৃষ্টি করত সে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে ইমন মারধর করে তার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বৃহস্পতিবার বাবা-মা বাড়িতে ফিরে এলে মোটরসাইকেল কেনার চাপ বাড়াতে ইমন বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ইমনকে আটক করে।

ইমনের বাবা-মা ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইমন অবাধ্য আচরণ করে আসছিল। এইচএসসি পড়াকালীন থেকেই সে মাদক ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।