ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগ নেতা তারেক আজিজ এখনো ধরাছোঁয়ার বাইরে কৃষি বাজার মোবাইল অ্যাপসের উদ্বোধন আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন: প্রধান বিচারপতি এখনো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয় : কামাল আহমেদ অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল মোবাইল নিয়ে ব্যাটিং করতে নেমে ভাইরাল কাউন্টি ক্রিকেটার হ্যাকারের কবলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ ১৯ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা, অতঃপর র‌্যাবের জালে ধরা গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে মেক্সিকোতে বিশাল র‍্যালি আফতাবনগরে বসানো যাবে না পশুর হাট: হাইকোর্ট

বাবার অকৃত্রিম ভালোবাসার গল্প, গল্প নয় সত্যি

মোঃ ফিরোজ ফরাজী, রাঙাবালী, (পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : ০৪:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৬ Time View

 গল্প নয় সত্যি!!! বাবার অকৃত্রিম ভালোবাসার গল্প!!!

এক(১) : ২০০০ ইং ২/৩ সাল আমি এবং আমার ছোট ভাই ফরিদ পারিবারিক সমস্যার কারণে ঢাকায় মিরপুর সারে ১১ বসবাস করছি ,বাড়িওয়ালা খালার টেলিফোনে বাড়িতে যোগাযোগ করার পরে বাবা ওই টেলিফোন নম্বর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

বাবা ঢাকায় পৌঁছে ওই টেলিফোন নাম্বারে ফোন দিলে দুর্ভাগ্যবশত বলে আমরা ওদের কে ফিরোজ ও ফরিদ চিনি না। তখনকার সময় আমার বাবা সদরঘাট থেকে হেঁটে এসেছিলেন মিরপুর সাড়ে ১১, ফোনে না পেয়ে( রাত পর্যন্ত অপেক্ষা করে ) বাবা মনের কষ্টে দুঃখে শাহ আলি মাজার এর কাছে গিয়ে দশ টাকা দিয়ে কোন দোকানে ঘুমিয়ে ছিলেন রাত্রে ।

(সারাদিনই সে কিছুই খায়নি আমাদেরকে না পেয়ে) তারপর আবার হেঁটে চলে যান সেই সদরঘাটের লঞ্চঘাট, আল্লাহর কি ইশারা! কোন উদ্দেশ্য ছাড়াই ঐদিন আমি গিয়েছিলাম লঞ্চঘাটে (রক্তের কি বাঁধন) লঞ্চে উঠে দেখি আমার বাবা গামছা বিছিয়ে ,ডেকে ঘুমিয়ে আছে ক্ষুধার্ততা নিয়ে, হঠাৎ করে চোখ পরলো বাবার মাথাটার দিকে খুবই পরিচিত মনে হচ্ছে? আমার ধারণাই সঠিক উনি আমার বাবা ঘুমিয়ে আছেন। নির্ভেজাল সরল সাদা মনের মানুষ আমার বাবা, আমি কাছে গিয়ে শরীরে হাত বুলিয়ে যখন ডাক দিলাম, আব্বা আমি ফিরোজ! বাবা তো হতবাক হয়ে আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলাম দুজনে।

কেউ দেখার আগেই আবার ইজি হয়ে গেলাম, তখন বলছিল কিভাবে এসেছে এবং কিভাবে আমাদেরকে না পেয়ে চলে যাচ্ছে আর অঝোরে কাঁদছে! আর বলছে তোরা কেমন আছিস? তোদেরকে দেখতে আসছিলাম? ওই ফোন নাম্বারে ফোন করি ,বলছিল যে আমরা তাদেরকে চিনি না ! এরপর থেকে আমি আর কিছু খাইনি! লঞ্চ থেকে নেমেছি বৃহস্পতিবার সকাল ছয়টায় আর ওই দিন ছিল শুক্রবার সন্ধ্যা ছয়টা ,৪২ঘন্টা (ছেলেদের দেখা না পাওয়ায় কিছুই খাইনি!) আমার হাতে ৩০০০ টাকা ধরিয়ে দিয়ে বলে যা কিছু খেয়ে নে!

এরপর বাবাকে সাথে নিয়ে হোটেলে ভাত খেয়েছিলাম ,খাবার মধ্যে বাবা হু হু করে কেঁদেছিল সন্তানের মায়ায়! তখন হোটেলে খাবারের বিল হয়েছিল ৩৮০ টাকা, আমি তখন বলছিলাম আপনার কাছে তো টাকা আছে আপনি খেয়ে নিলেন না কেন? তখন আমাকে বলছিল জীবনে বেঁচে থাকলে যখন সন্তানের বাবা হবে তখনই বুঝবে আমি না খাওয়ার কারণটা কি? ইটের শহরে বাবার কান্না পৌছেনি কারো কর্ণ কুহুরে ?মায়ার টানে পৌঁছেছিল আমার কাছে! আমার বাবা এখনো জীবিত আছে বাবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি, সেলুট বাবাকে, বাবা সেলুট, বাবার ঋণ শোধ করা যায় না।

দুই (২) : যখন গলাচিপা কলেজের ২০০০/২০০১ ইং ছাত্র ছিলাম তখন হোস্টেলে আমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসতো বাবা ,আমি প্রায় সময় বাহিরে থাকতাম, সন্ধ্যায় ফিরলে দেখতাম বাবা বসে আছে খাবার নিয়ে আমার জন্য, তখন আমাকে খাবার দিয়ে চলে যেত, খাইতে বললে বলতো আমি খেয়েছি ,কিন্তু যখন বাড়িতে যাইতাম মা বলতো না খেয়ে গিয়েছিল, বাড়িতে এসেও বলে খাইছি, আমি তো তখন বাবার গভীরতা বুঝতাম না! সেলুট বাবাকে সেলুট।

তিন(৩) : বাবাকে নিয়ে যখন বাড়ি থেকে হজের উদ্দেশ্যে ঢাকা রওনা করলাম আমাদের এলাকার মসজিদের মুসল্লিরা ওনার সাথে এসেছিল লঞ্চ ঘাট পর্যন্ত আমার সাথে যারা আসছে সবাইকে কিছু খাওয়া মানুষ তো টাকা দিয়ে কেনা যায় না আমাকে ভালোবাসে বিধায় আসছে আর তিনটা অটো আসছে ওদের ভাড়া দিতে আমি বাবার কাছে শিখছিলাম আদর্শ মানবিকতা সর্বশেষ ঢাকায় গিয়ে যখন হাজী ক্যাম্পে ঢুকবে তখন আমাকে বলছে সৎ পথে থেকে মিথ্যা কথা না বলে মানুষকে ভালোবাসবে বাবার কাছে পেয়েছিলাম নৈতিক শিক্ষা আমার আদর্শ বাবা স্যালুট । আমার রক্ত দিয়ে বাবাকে গোসল করালেও বাবার ঋণ আমি শোধ করতে পারবো না । আলহামদুলিল্লাহ বাবা এখনো জীবিত আছে বাবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না।

Please Share This Post in Your Social Media

বাবার অকৃত্রিম ভালোবাসার গল্প, গল্প নয় সত্যি

মোঃ ফিরোজ ফরাজী, রাঙাবালী, (পটুয়াখালী) প্রতিনিধি
Update Time : ০৪:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 গল্প নয় সত্যি!!! বাবার অকৃত্রিম ভালোবাসার গল্প!!!

এক(১) : ২০০০ ইং ২/৩ সাল আমি এবং আমার ছোট ভাই ফরিদ পারিবারিক সমস্যার কারণে ঢাকায় মিরপুর সারে ১১ বসবাস করছি ,বাড়িওয়ালা খালার টেলিফোনে বাড়িতে যোগাযোগ করার পরে বাবা ওই টেলিফোন নম্বর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

বাবা ঢাকায় পৌঁছে ওই টেলিফোন নাম্বারে ফোন দিলে দুর্ভাগ্যবশত বলে আমরা ওদের কে ফিরোজ ও ফরিদ চিনি না। তখনকার সময় আমার বাবা সদরঘাট থেকে হেঁটে এসেছিলেন মিরপুর সাড়ে ১১, ফোনে না পেয়ে( রাত পর্যন্ত অপেক্ষা করে ) বাবা মনের কষ্টে দুঃখে শাহ আলি মাজার এর কাছে গিয়ে দশ টাকা দিয়ে কোন দোকানে ঘুমিয়ে ছিলেন রাত্রে ।

(সারাদিনই সে কিছুই খায়নি আমাদেরকে না পেয়ে) তারপর আবার হেঁটে চলে যান সেই সদরঘাটের লঞ্চঘাট, আল্লাহর কি ইশারা! কোন উদ্দেশ্য ছাড়াই ঐদিন আমি গিয়েছিলাম লঞ্চঘাটে (রক্তের কি বাঁধন) লঞ্চে উঠে দেখি আমার বাবা গামছা বিছিয়ে ,ডেকে ঘুমিয়ে আছে ক্ষুধার্ততা নিয়ে, হঠাৎ করে চোখ পরলো বাবার মাথাটার দিকে খুবই পরিচিত মনে হচ্ছে? আমার ধারণাই সঠিক উনি আমার বাবা ঘুমিয়ে আছেন। নির্ভেজাল সরল সাদা মনের মানুষ আমার বাবা, আমি কাছে গিয়ে শরীরে হাত বুলিয়ে যখন ডাক দিলাম, আব্বা আমি ফিরোজ! বাবা তো হতবাক হয়ে আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলাম দুজনে।

কেউ দেখার আগেই আবার ইজি হয়ে গেলাম, তখন বলছিল কিভাবে এসেছে এবং কিভাবে আমাদেরকে না পেয়ে চলে যাচ্ছে আর অঝোরে কাঁদছে! আর বলছে তোরা কেমন আছিস? তোদেরকে দেখতে আসছিলাম? ওই ফোন নাম্বারে ফোন করি ,বলছিল যে আমরা তাদেরকে চিনি না ! এরপর থেকে আমি আর কিছু খাইনি! লঞ্চ থেকে নেমেছি বৃহস্পতিবার সকাল ছয়টায় আর ওই দিন ছিল শুক্রবার সন্ধ্যা ছয়টা ,৪২ঘন্টা (ছেলেদের দেখা না পাওয়ায় কিছুই খাইনি!) আমার হাতে ৩০০০ টাকা ধরিয়ে দিয়ে বলে যা কিছু খেয়ে নে!

এরপর বাবাকে সাথে নিয়ে হোটেলে ভাত খেয়েছিলাম ,খাবার মধ্যে বাবা হু হু করে কেঁদেছিল সন্তানের মায়ায়! তখন হোটেলে খাবারের বিল হয়েছিল ৩৮০ টাকা, আমি তখন বলছিলাম আপনার কাছে তো টাকা আছে আপনি খেয়ে নিলেন না কেন? তখন আমাকে বলছিল জীবনে বেঁচে থাকলে যখন সন্তানের বাবা হবে তখনই বুঝবে আমি না খাওয়ার কারণটা কি? ইটের শহরে বাবার কান্না পৌছেনি কারো কর্ণ কুহুরে ?মায়ার টানে পৌঁছেছিল আমার কাছে! আমার বাবা এখনো জীবিত আছে বাবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি, সেলুট বাবাকে, বাবা সেলুট, বাবার ঋণ শোধ করা যায় না।

দুই (২) : যখন গলাচিপা কলেজের ২০০০/২০০১ ইং ছাত্র ছিলাম তখন হোস্টেলে আমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসতো বাবা ,আমি প্রায় সময় বাহিরে থাকতাম, সন্ধ্যায় ফিরলে দেখতাম বাবা বসে আছে খাবার নিয়ে আমার জন্য, তখন আমাকে খাবার দিয়ে চলে যেত, খাইতে বললে বলতো আমি খেয়েছি ,কিন্তু যখন বাড়িতে যাইতাম মা বলতো না খেয়ে গিয়েছিল, বাড়িতে এসেও বলে খাইছি, আমি তো তখন বাবার গভীরতা বুঝতাম না! সেলুট বাবাকে সেলুট।

তিন(৩) : বাবাকে নিয়ে যখন বাড়ি থেকে হজের উদ্দেশ্যে ঢাকা রওনা করলাম আমাদের এলাকার মসজিদের মুসল্লিরা ওনার সাথে এসেছিল লঞ্চ ঘাট পর্যন্ত আমার সাথে যারা আসছে সবাইকে কিছু খাওয়া মানুষ তো টাকা দিয়ে কেনা যায় না আমাকে ভালোবাসে বিধায় আসছে আর তিনটা অটো আসছে ওদের ভাড়া দিতে আমি বাবার কাছে শিখছিলাম আদর্শ মানবিকতা সর্বশেষ ঢাকায় গিয়ে যখন হাজী ক্যাম্পে ঢুকবে তখন আমাকে বলছে সৎ পথে থেকে মিথ্যা কথা না বলে মানুষকে ভালোবাসবে বাবার কাছে পেয়েছিলাম নৈতিক শিক্ষা আমার আদর্শ বাবা স্যালুট । আমার রক্ত দিয়ে বাবাকে গোসল করালেও বাবার ঋণ আমি শোধ করতে পারবো না । আলহামদুলিল্লাহ বাবা এখনো জীবিত আছে বাবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না।