বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা

- Update Time : ১০:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১০৭ Time View
বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর সকালে বান্দরবান আল ফারুক ইনস্টিটিউ হল প্রাঙ্গনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(নাটাব) বান্দরবান জেলার সভাপতি মোমেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাক্তার আব্দুল হক সচিব।
এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফারুক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, সাঙ্গু স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইমান আলী, নাটাব চট্টগ্রামের ফিল্ড স্টাফ মোহাম্মদ আলমগীর হোসেন সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা যক্ষা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে কোন ব্যক্তির যক্ষা হলে আতঙ্কিত না হয়ে সুষ্ঠু চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন। কারণ যক্ষা আর কোন মরণব্যাধি নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগ সম্পূর্ণ সুস্থ হয়। পরবর্তীতে মুক্তা আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।