বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস অনুষ্ঠিত

- Update Time : ০২:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৬৯ Time View
“ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৬ জানুয়ারি রবিবার সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে দি লেপ্রসি মিশন এর সহযোগিতায় বান্দরবান সদর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিভিল সার্জন অফিসে গিয়ে সমাপ্ত হয় । পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা দিলীপ চৌধুরী । এই সময় আরো উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন বাংলাদেশের জেলা সমন্বয়ক জিংদুহ অম বম , সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম হাওলাদার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে সিভিল সার্জন জানান, পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে কুষ্ঠ রোগীদের সেবাই সর্বদা নিয়োজিত রয়েছে স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসি মিশন । তারা প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষদের নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসার দাবিদার। কুষ্ঠ বর্তমানে কোন মরণব্যাধি নয় এটার সুস্থ চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। তাই কুষ্ঠ নিরাময়ে পার্বত্য জেলা বান্দরবানে সকল অসহায় মানুষের সেবায় বান্দরবান স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসি মিশন সর্বদায় মানুষদের সহযোগিতা ও সেবা প্রদান করে যাবে বলে জানান।