ব্রেকিং নিউজঃ
বান্দরবানে ফের ২০ শ্রমিক অপহরণের অভিযোগ

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি
- Update Time : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০ Time View
বান্দরবানের লামায় কয়েকটি রাবার বাগান থেকে আবারও ২০ শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানান, ‘প্রাথমিকভাবে ২০ শ্রমিককে অপহরণের কথা শুনেছি। তবে কারা তাদেরকে অপহরণ করেছে সে সম্পর্কে নিশ্চিত কোন তথ্য এখনো জানা যায়নি।’
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, ‘অপহৃতদের উদ্ধার করতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সম্ভাব্য এলাকাগুলোতে যৌথ অভিযান চালাচ্ছে।’
এর আগে গত ১৪ জানুয়ারি উপজেলার সরই ইউনিয়নে ৭ তামাক শ্রমিক এবং ২ ফেব্রুয়ারি একই ইউনিয়ন থেকে আরও ৭ কাঠ শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। রবিবারের ঘটনায় কারা শ্রমিকদের অপহরণ করেছে সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি অপহৃত শ্রমিকদের পরিচয়ও।