বান্দরবানে ঘরে ফিরল কেএনএফ-এর তাণ্ডবে গ্রামছাড়া ১৫ পরিবার

- Update Time : ০৫:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৩ Time View
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তাণ্ডবে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার বাকলাই পাড়ার ২৮টি পরিবার গ্রামছাড়া হয়। এর মধ্যে ১৫ পরিবারের ৮১ জন সদস্য দীর্ঘ ২৩ মাস পর সেনাবাহিনীর সহায়তায় তাদের নিজ বাড়িতে ফিরেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এসব পরিবার শনিবার বিকালে তাদের নিজ গ্রামে ফিরে এসেছে।
আইএসপিআর আরো জানায়, সফল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছেন।
ইতিপূর্বে, বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি হতে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী।
কুকি চীন সন্ত্রাসীদের অযাচিত চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করাসহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয়।
পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে।
এছাড়া, এলাকার শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়