ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
  • Update Time : ০৫:২০:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ৮০ Time View

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা , গড়বো আগামীর শুদ্ধতা,, এই প্রতিপাদকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উম্মে কুলসুম । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতির দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রিয়াদ উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠান অতিথিরা বলেন , দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই দেশের উন্নয়নে সকল অনিয়ম প্রতিরোধে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা। পরিশেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
Update Time : ০৫:২০:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা , গড়বো আগামীর শুদ্ধতা,, এই প্রতিপাদকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উম্মে কুলসুম । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতির দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রিয়াদ উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠান অতিথিরা বলেন , দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই দেশের উন্নয়নে সকল অনিয়ম প্রতিরোধে সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা। পরিশেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।