বান্দরবানের জাতীয়বাদী ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা

- Update Time : ০৩:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ২৪৮ Time View
শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয়বাদী ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বান্দরবান জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও বান্দরবান জেলা ছাত্রদল বান্দরবান জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত , কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ সহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। ক্যাম্পাসে মারামারি হানাহানি না করে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে যাতে অগ্রগতি করা যায় সে বিষয়ে সব সময় বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ আজকের ছাত্ররাই হবে আগামীর ভবিষ্যৎ। তাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের ছাত্রদের ঐক্যবদ্ধভাবে দেশ নির্মাণে কাজ করতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গঠন মূলক বক্তব্য প্রদান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মুক্ত মতামত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।