বাদীকে জড়িয়ে মোটা অংকের চাঁদা দাবী, অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন
- Update Time : ০২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ৭১ Time View
আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে বিভিন্ন আসামীদের কাছ থেকে বাদীর নাম করে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নব্য বিএনপিতে যোগদান করা কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার দুপুরে কিশোরগঞ্জ নগুয়াতে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের এক নেতা আসামী হওয়ার পর থেকে নব্য বিএনপিতে যোগদান করা কিছু নেতা বে আইনীভাবে নিজেদের প্রভাব খাটিয়ে পুলিশের ভয় দেখিয়ে আসামীদের কাছ থেকে আমার নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা দাবি করছে। যার সাথে আমি মোটেও জড়িত নই। টাকা না দিলে মামলাটি জটিল করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায়বিচারের আশায় মামলা করেছিলাম। কিন্তু এখন কিছু অসাধু রাজনৈতিক নেতা সেই মামলাকে পুঁজি করে আমাকে হয়রানি করছে। এতে আমি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।
কামরুল ইসলাম প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। তিনি বলেন, “আমি পুলিশ প্রশাসন এবং দলের কাছে অনুরোধ করছি—এই অন্যায়ের বিচার হোক।”
তাছাড়া কামরুল ইসলাম আরও দাবী করেন, সত্য ঘটনা তদন্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেনো নব্য বিএনপিতে যোগদান করা সেই সব নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নিবেন এমনটিই প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































